//google adsence
Slide

র‌্যাম RAM (Random Access Memory

্যাম RAM (Random Access Memory):

 
্যাম হলো মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে (Read) পঠন এবং (Write) লিখন দুটিই কাজও সম্পন্ন করা যায়, মেমোরিকে ্যাম বলে




 
এটি একটি অস্থায়ী মেমোরী  কম্পিউটারে যতক্ষণ বিদুৎ প্রবাহ চালিত থাকে, ততক্ষণ ্যামে যাবতীয় তথ্যসমুহ সংরক্ষিত থাকে। বিদুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে তার সমস্ত তথ্য মুছে যায় বা ‍মুছে ফেলে। এজন্য ্যামকে কম্পিউটারের অস্থায়ী মেমোরীও বলা হয়। এছাড়া  ্যামকে মেইন স্টোরেজ এবং কোর স্টোরেজ হিসেবেও অভিহিত করা হয় ্যাম  হচ্ছে কম্পিউটারের একধরনে কর্ম এলাকা। কারণ মাইক্রোপ্রসেসর প্রাথমিকভাবে ্যাম এলাকায় প্রয়োজনীয় তথ্য জমা করে। এরপর মাইক্রোপ্রসেসর সরাসরি ্যামের জানা অবস্থান বা ঠিকানা থেকে তথ্য সংগ্রহ করে বা তথ্য প্রক্রিয়াজাত করে মাইক্রোপ্রসেসর ্যাম থেকে সরাসরি(Random) তথ্য সংগ্রহের জন্য যাওয়া যায় (Access)বলে একে  Random Access Memory বলে।
Previous Post Next Post