//google adsence
Slide

Keyboard এর F1 থেকে F12 এর ব্যবহার

Keyboard এর F1 থেকে F12 এর ব্যবহার

F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়।
আমরা যারা windows ব্যবহার করি তারা কমবেশি সকলেই জানি কিবোর্ডের Function key কি কাজ করে। আসুন আর একবার একটু জেনে নিই keyboard এর সবগুলো Function key এর কাজ
F1 : উইন্ডোজের সমস্যায় সাহায্যের জন্য F1 চাপতে হয়
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের (Rename) জন্য এটি ব্যবহৃত হয়। Alt+Ctrl+F2 চেপে ms word এর নতুন ফাইল খোলা হয়।
এছাড়া Ctrl+F2 চেপে ওয়ার্ডে Print Priview দেখা যায়


F3: এটি দিয়ে windows এর প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। এছাড়া Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ অনায়াসে করা যায়
F4 : এই কি দিয়ে word এর last action performed আবার পুনরায় (Repeat) করা যায়। Alt+F4 চেপে active সব প্রোগ্রাম close করা হয় Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। কঠিন রিফ্রেশের জন্য ctrl+F5 চাপতে হবে। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়
F6 : এই key দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায়address bar নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ms word  active program চালু করবেন
F7 : ওয়ার্ডে বিভিন্ন ব্যাকরন এবং বানান ঠিক করা হয়। এছাড়া ফায়ারফক্সের Caret browsing চালু করতে পারেন। এছাড়া Shift+F7 চেপে ওয়ার্ডের কোন selected শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার জন্য চালু করতে পারেন

আরো পড়ুন: ল্যাপটপ কেনার সময় যে ১০টি বিষয় খেয়াল রাখতে হবে


F8 : অপারেটিং সিস্টেম চালু করার সময় অনেক সময় এই কি ব্যবহৃত হয়। যেমন, উইন্ডোজ Safe Mode  চালাতে এই কি ব্যবহৃত হয়
F9 : কোয়ার্ক এক্সপ্রেস .-এর মেজারমেন্ট টুলবার open করার জন্য F9 কি ব্যবহৃত হয়
F10 : browser অথবা যেকোন active উইন্ডোর মেনুবার select করা যায়।Shift+F10 চেপে selected লেখা/attach/লিংক.ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এই কি চেপে
F11: Browser কে Full Screen  দেখা যাবে
F12 : ms word এর Save as উইন্ডো open করা যায় এই কি চেপে। এছাড়া Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করতে পারবেন। Ctrl+Shift+F12 চেপে ms word এপ ফাইল print করা হয়

আরো পড়ুন: ল্যাপটপ কেনার সময় যে ১০টি বিষয় খেয়াল রাখতে হবে

Previous Post Next Post